দেশে ছোট (গুড়া) চিংড়ির চাষকে জনপ্রিয় ও লাভজনক করার লক্ষ্যে লাগসই প্রযুক্তি উদ্ভাবনের উপর গুরুত্বারোপ

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:দেশে ছোট (গুড়া) চিংড়ির চাষকে জনপ্রিয় ও লাভজনক করার লক্ষ্যে লাগসই প্রযুক্তি উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করার পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেছেন মৎস্য বিজ্ঞানী ও গবেষকগণ। গতকাল ৩০ জুন ইনস্টিটিউট এর সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় "মিঠাপানির ছোট চিংড়ি মাছের চাষ ও সম্ভাবনা" শীর্ষক সেমিনারে বক্তাগণ এর জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মমিনুজ্জামান খান, এসএসও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ সেমিনারে অংশগ্রহণ করেন।