নাসিরনগরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:দেশের প্রানিজ আমিষের সিংহভাগ আসে মৎস্য সেক্টর থেকে। দেশের মৎস্য সেক্টরকে সমৃদ্ধ করতে নিরলস ভাবে কাজ করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এসব কার্যক্রমের অংশ হিসেবে ২০২০-২০২১ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম প্রজেক্ট (এনএটিপি-২)-এর আওতায় বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ নাসিরনগরের গোকর্ণের হুরল বিলে অবমুক্ত করা হয়।এর ফলে বিলে যেমন দেশীয় মাছের পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক তেমনি মৎস্য সেক্টরর সাথে সম্পৃক্ত মাছচাষী এবং জেলেসহ অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।

পোনা অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হালিমা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শুভ্র সরকার, সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) জনাব সজীব কুমার চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা, সুফলভোগী দলের নেতৃস্থানীয় লোকজন, এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ এবং সাংবাদিকসহ আরো অনেকেই।