ফসলের আধুনিক জাত ও কৃষি প্রযুক্তিগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে-এ কে এম মনিরুল আলম

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম, পর্যালোচনা ও পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী এক আঞ্চলিক কর্মশালা আজ বরিশালের ব্রি’র হলরুমে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের পরিচালক এ কে এম মনিরুল আলম। তিনি বলেন, শস্যের নিবিড়তা বাড়ানো এ প্রকল্পের মূল উদ্দেশ্য। পাশাপাশি পতিত জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসাও এর অন্যতম কাজ। তাই ফসলের আধুনিক জাত এবং কৃষি প্রযুক্তিগুলো সঠিক ব্যবহারের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।

ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাফি উদ্দিন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের  (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন এবং প্রকল্প পরিচালক মো. জাহিদুল আলম।

পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে ন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই  ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. এ কে এম মিজানুর রহমান, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, বাউফলের উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।  কর্মশালায় কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ৬০  জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।