বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে এ্যাডাস্টের বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এ্যাডাস্ট) কর্তৃক গত ০৫ জুন বিকাল ৪:৩০ মিনিটে উত্তরাস্থ স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ লিয়াকত আলী সিকদার। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম 'বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা' (Ecosystem Restoration)।

বৃক্ষরোপন কর্মসুচীতে অন্যান্যের মধ্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষক ও সম্মানিত ট্রাস্টি সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মো: শফিকুল ইসলাম, এগ্রিবিজনেস বিভাগের এডভাইসর ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মির্জা হাসানুজ্জামান, এগ্রিবিজনেস বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ মাসুদুল হাসান, রেজিস্ট্রার জনাব মো: আব্দুল কাইউম সরদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।