ডিএই বরিশাল অঞ্চলের উপপরিচালক অদুদ খানের বিদায় সংবর্ধনা

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আবদুল অদুদ খানের ২৯ এপ্রিল চাকরিকাল শেষ হয়। এ উপলক্ষে বরিশালের খামারবাড়িতে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই’র অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

উদ্যান বিশেষজ্ঞ জি এম এম কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, পটুয়াখালীর উপপরিচালক একেএম মহিউদ্দিন, বরিশালের জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. মো. নজরুল ইসলাম শিকদার, আাঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, মেট্টোপলিটন কৃষি অফিসার সোমা রানী দাস প্রমুখ। দীর্ঘ চাকরিজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের জন্য বক্তারা তাঁকে ভূয়শী প্রশংসা করেন।

জনাব খান ১৯৬২ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল পটুয়াখালীর বাউফল উপজেলার বাজেমহল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দে বাউফল হাইস্কুল হতে এসএসসি পাশ করেন। এইচএসসি পাশ শেষে তিনি ১৯৮০-৮১ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অতঃপর  শিক্ষাজীবন শেষ করে ১৩তম বিসিএসের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে চাকরিতে যুক্ত হন। প্রথমে ভোলার তজুমুদ্দিনের উপজেলা কৃষি অফিসে এসএমও হিসেবে যোগ দেন। পরে উপজেলা কৃষি অফিসার পদে পদোন্নতি পেয়ে ঝালকাঠি সদরে যোগদান করেন। ইতোপূর্বে কৃষি মন্ত্রণালয়ের একাধিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন।