পিরোজপুরের মঠবাড়িয়ায় মাটির নমুনা সংগ্রহের ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): মাটির নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ আজ পিরোজপুরের মঠবাড়িয়ায় অনুষ্ঠিত হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন।

উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআরডিআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহী,  কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাহফুজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি চাষিদের উদ্দেশ্যে বলেন, মাটির স্বাস্থ্য ভালো রাখা চাই। সুষম সার ব্যবহারের মাধ্যমেই তা সম্ভব। তাই মাটি পরীক্ষা করা জরুরি। আর এজন্য মাটির নমুনা সংগ্রহ করতে হবে। তা যেন অবশ্যই সঠিক উপায়ে হয়। প্রশিক্ষণে ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মাটি পরীক্ষার সরকারিভাবে খরচ ২৫-৬৩ টাকা মাত্র। দক্ষিণাঞ্চলের জন্য বরিশালের এসআরডিআই’র আঞ্চলিক গবেষণাগারে এসে পরীক্ষা করার সুযোগ রয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের মাধ্যমেও করা যাবে।