বরিশালে কৃষিবিদ দিবস পালিত

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): প্রতি বছরের ন্যায় এবারও বরিশালে কৃষিবিদ দিবস পালিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন বরিশাল জেলা শাখার উদ্যোগে আজ নগরীর খামারবাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে কৃষিবিদদের সম্মানিত করা হয়েছিল। তখন থেকেই আমরা পেয়েছিলাম প্রথম শ্রেণির মর্যাদা। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আমাদেরও সচেষ্ট হতে হবে। সমন্বিত কাজের মাধ্যমে চাই তা বাস্তবায়ন। তবেই দেশ হবে কৃষিতে সমৃদ্ধ। হবে দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ।

আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দীন আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. খায়রুল ইসলাম মল্লিক, ডিএই’র অতিরিক্ত উপপরিচালক (শস্য) সাবিনা ইয়াসমিন, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার মোসা. ফাহিমা হক, গৌরনদীর উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস, বাবুগঞ্জের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম, হিজলা উপজেলার  প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. প্রণব দত্ত প্রমুখ।  

অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ১৯৭৩ খ্রিস্টাব্দের ১৩ ফেব্রæয়ারি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কৃষিবিদদের প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়।