বরিশালে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা আজ বরিশাল নগরীর খামারবাড়িতে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বরিশালের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বোরো ধানের আবাদ বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে আহবান জানানো হয়। পাশাপাশি রবি মৌসুমের অন্যান্য ফসলের উৎপাদন বাড়ানোর গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন, পানি উন্নয়ন বের্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল ইসলাম সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) বরিশালের উপপরিচালক মো. তাওফিকুল আলম, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত, ডিএই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ড. মো. নজরুল ইসলাম শিকদার, পিরোজপুরের জেলা প্রশিক্ষণ অফিসার বিভাস চন্দ্র সাহা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (বারি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক  ড. মো. মিজানুর রহমান, বিএডিসির নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা খলিফা শাহ আলম, বাংলাদেশ ফলিত পুষ্টি ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল হোসেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বৈজ্ঞানিক কর্মকর্তা ঐশিক দেবনাথ, বাংলাদেশ পাট  গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. টিপু সুলতান, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।

অসুষ্ঠানে ডিএই, ব্রি, বারি, বিএডিসি, কৃষি তথ্য সার্ভিস, এসআরডিআই, বিএসআরআই, কৃষি বিপণন অধিদপ্তর, বিজেআরআই, হর্টিকালচার সেন্টার এবং পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।