ডাচ প্রযুক্তি সরেজমিনে পরিদর্শন করলেন বাংলাদেশী পোল্ট্রি শিল্পদ্যোক্তারা

Category: ফোকাস Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশের পোল্ট্রি উদ্যোক্তারা ফিল্ড ভিজিটে গিয়ে ডাচ প্রযুক্তি সরেজমিনে পরিদর্শন করলেন। পরিদর্শনকালে তারা ডাচ প্রযুক্তির প্রায়োগিক দিকগুলো নিয়ে নানা আলোচনা করেন। ডাচ সরকার ইতিমধ্যে বাংলাদেশের পশু খাদ্য, পোলট্রি, অ্যাকুয়াকালচার বিষয়ে গবেষণা কার্যক্রম সম্পাদন করেছে, যা ওই দেশের বেসরকারি খাতকে আরও উৎসাহিত করেছে।

মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশের উদ্যোক্তারা সকালে নেদারল্যান্ডের Leusden থেকে Barneveld-এ অবস্থিত Aeres Training Centre International ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক Teus Korevaar উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। এরপর Aeres Training Centre International-এ বাংলাদেশের পোল্ট্রি সেক্টরে উৎপাদনশীলতা দক্ষতা বৃদ্ধির উপর একটি কর্মশালাতে অংশগ্রহণ করেন বাংলাদেশের পোল্ট্রি শিল্পদ্যোক্তারা। এছাড়া পরিদর্শনকারী দলের সদস্যবৃন্দ পোল্ট্রি ইনোভেশন ল্যাব-এর নানা দিকগুলি ঘুরে ঘুরে দেখেন।



Aeres campus-এ মধ্যাহ্ন ভোজন শেষে শিল্পদ্যোক্তারা Eicom Barneveld BV.-এর egg packaging and processing প্ল্যান্ট পরিদর্শন করেন। এসময় Eicom Barneveld-এর Henk Hamersveld, Director বাংলাদেশী পোল্ট্রি শিল্পদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন।



এরপর তারা Nutreco additive plant পরিদর্শনের উদ্দেশ্যে Tilburg এ গমন করেন। Nutreco additive plant পরিদর্শন শেষে বাংলাদেশী পোল্ট্রি শিল্পদ্যোক্তারা Leusden ফিরে আসেন।



দিনব্যাপি সফরকালে Paragon Group, Nourish Poultry and Hatchery Ltd, Eon Group of Industries, Chicks & Feeds Limited, AXON Ltd., North Bengal Agro Farms Ltd. সহ অন্যান্য পোল্ট্রি প্রতিষ্ঠানের শিল্পোদ্যাক্তাগণ অংশগ্রহন করেন।


ডাচ প্রযুক্তি ব্যবহার করে পোল্ট্রি উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পোল্ট্রি উদ্যোক্তারা। এছাড়া নিরাপদ পোল্ট্রি পণ্য উৎপাাদনে নেদারল্যান্ডসের কারিগরী প্রযুক্তিগলি দেশে ব্যবহার করে এ শিল্পকে আররো সামনের দিকে এগিয়ে নেয়ার কথা বলেছেন একাধিক পোল্ট্রি উদ্যোক্তা।