সাড়ে ৬ শতাধিক মানুষকে ঈদসামগ্রী উপহার দিল শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব

Category: ফোকাস Written by agrilife24

আবুল বাশার মিরাজ, বাকৃবি থেকে:আজ পবিত্র ঈদুল ফিতর। কিন্তু আর্থিক অচ্ছলতার কারণে কিছু মানুষের কাছে ঈদের খুশি বলতে কিছু থাকে না। এবার এরকম প্রায় ৭ শতাধিক মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাস্থ শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাব। ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচীর আওয়াতায় শ্যামপুর, কদমতলীর বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৬ শতাধিক দুস্থ, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। তারা বাকচর স্কুল, ঋষি পাড়া, শ্যামপুর হাইস্কুল, শ্যামপুর থানা, অফিসার করিম রোডসহ বিভিন্ন স্থানে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন৷

খাদ্য সামগ্রী বিতরণের সময় শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি ড.মো: আওলাদ হোসেন, কদমতলী থানা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া, সংগঠনটির সাধারন সম্পাদক এবং কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য শহীদ মাহমুদ হেমীর উপস্থিত ছিলেন। অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী যুবলীগের সহসভাপতি সৈয়দ আহমেদ, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক ও থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ ওয়ার্ড যুবলীগের সভাপতি দবিরুল ইসলাম দবির সহ থানা, ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

জানতে চাইলে শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সস্পাদক শহীদ মাহমুদ হেমীর বলেন, খুবই ভালো লাগছে, ঈদের আগে দুস্থ, অসহায়-গরীব পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করতে পেরে। আমাদের দেওয়া সামান্য ঈদসামগ্রী পেয়ে তারা যে খুশি হয়েছেন সেটাই ছিল আমাদের বড় প্রাপ্তি। আমাদের এ কাজটি এগিয়ে নিতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি।

এমন আয়োজন সম্পর্কে জানতে চাইলে শ্যামপুর কদমতলী সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি কৃষিবিদ ড. আওলাদ হোসেন বলেন, ঈদ মানে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করা। সমাজের কিছু মানুষ আছে যারা এ সুযোগটুকু পান না৷ তাই তাদের মুখে সামান্য হাসি ফোটাতে সম্মিলত প্রয়াসে আমাদের এই উদ্যোগ। আমরা চেয়েছি আমাদের জায়গা থেকে সর্বসাধারণের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতেও আমরা আরো বেশি সংখ্যক অসহায়দের মুখে হাসি ফোটাতে পারি।