রাজধানী প্রতিনিধি:নবনিযুক্ত কৃষি সচিব কৃষিবিদ ওয়াহিদা আক্তার-কে ফুলেল শুভেচ্ছা জানালো বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় কৃষি মন্ত্রনালয়ে সচিবের নিজ দপ্তরে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ। এ সময় বিভিন্ন সংস্থার ৪৫ জন বাকৃবি অ্যালামনাই প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, সামনের দিনগুলোতে চালের চাহিদা আরও বাড়বে। একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে কৃষি জমি কমছে। ভুট্টা, শাকসবজিসহ অন্যান্য ফসলেও জমির ব্যবহার বাড়ছে। বাড়িতে যেসব ফসল হতো যেমন চালকুমড়া- তাও এখন মাঠে হচ্ছে। এসবের ফলে ধান চাষের জমি কমছে। এই জটিল পরিস্থিতিতে চালের উৎপাদন বাড়াতে হলে গবেষণায় আরও জোর দিতে হবে। একইসঙ্গে, উদ্ভাবিত জাতের দ্রুত সম্প্রসারণ করতে হবে।

রাজধানী প্রতিনিধি:কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)-এর মহাপরিচালক চলতি (দায়িত্ব)-এর দায়িত্ব পেলেন কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়-এর সম্প্রসারণ-১ অধিশাখার উপসচিব জনাব আবুল কালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রাজধানী প্রতিনিধি: প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস)-এর মহাপরিচালক (চলতি দায়িত্ব)-এর দায়িত্ব পেলেন ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ অধিশাখার যুগ্ম সচিব শাহিনা ফেরদৌসী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে যোগদান করেছেন ওয়াহিদা আক্তার। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। একইসঙ্গে বিদায়ী কৃষিসচিব মো: সায়েদুল ইসলামকে মন্ত্রী ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এগ্রিলাইফ২৪ ডটকম:আধুনিক জ্ঞানপ্রযুক্তিনির্ভর স্মার্ট কৃষি গড়ে তোলার জন্য কৃষিবিদদের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশে সবচেয়ে বড় বিপ্লব ঘটেছে কৃষিতে। স্বাধীনতার পর যেখানে ১ কোটি ১০ লাখ টন চাল উৎপাদন হতো, সেখানে এখন তা ৪ কোটি ৪ লাখ টনে উন্নীত হয়েছে। গম, ভুট্টা, শাকসবজিসহ অন্যান্য ফসল উৎপাদনেও এসেছে ব্যাপক সাফল্য। এই সাফল্যের নায়ক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কারিগর হলেন দেশের কৃষিবিদ ও কৃষকেরা।