বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ তারাবি ফাউন্ডেশন’র আয়োজনে বগুড়া শাজাহানপুরে চূড়ান্ত হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় তিনটি গ্রুপের মধ্য ক-গ্রুপ (১-১০পাড়া) ও খ-গ্রুপ (১-২০পাড়া) এ প্রথম হয়েছে উপজেলার চোপীনগর ইয়াতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। ক গ্রুপে প্রথম হয়েছে মাহমুদুল হাসান মোহন (১১) এবং খ গ্রুপে হাসিবুর রহমান মারুফ (১৩) এবং গ গ্রুপে প্রথম হয়েছে মহিউসসুন্নাহ মাদ্রাসার হাফেজ আবু রায়হান (১৭)।
বৃহস্পতিবার (২৩ মে) উপজেলার মহিউসুন্নাহ দারুল উলুম মাদ্রাসা চত্বরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শাজাহানপুর উপজেলার সকল হাফেজিয়া মাদ্রাসা এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ তারাবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বগুড়া- ০৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর সভাপতিত্বে উক্ত প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু।
সংগঠনটির চেয়ারম্যান রেজাউল করিম বাবলু এমপি কোমলমতি শিশু, কিশোরদের পাশাপাশি মুসলিম সবাইকে কোরআন চর্চায় উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি ইসলামী মূল্যবোধে ব্যক্তিজীবনে লালন করার গুরুত্বারোপ করেন। হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে সহীহ শুদ্ধভাবে তারাবীহ নামাজ পড়াতে পারে, সেজন্য এ উদ্যোগ চলমান থাকবে বলেও অঙ্গিকার করেন।
অনুষ্ঠান শেষে এমপির অর্থায়নে তিন গ্রুপের ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীকে নগদ অর্থ পুরষ্কার হিসাবে প্রদান করা হয়।