রাজধানী প্রতিবেদক:পবিত্র রমজান মাসে রাজধানীর ‘শ্যামলী শাহী মসজিদে’ ১ম থেকে ২৭ রমজান পর্যন্ত ১২ রাকআত কিয়ামুল্লাইল (তাহাজ্জুদ) নামাজ আদায় করা হচ্ছে। এতে ইমামতি করছেন আন্তর্জাতিক মানের ৩ জন হাফেজ যথাক্রমে হাফেজ মাও. মো. আব্দুল কুদ্দুস, হাফেজ মাও. মো. মোজাম্মেল হোসাইন আজহারী এবং হাফেজ মো. আল-আমিন। রমজানের প্রথম দিন থেকেই ব্যাপক মুসল্লিদের অংশগ্রহনে শ্যামলী শাহী মসজিদে এক অন্যরকম ধর্মীয় আবহের সৃষ্টি হয়েছে।
মুসল্লিরা কিয়ামুল্লাইলে অংশ নিয়ে আয়োজকদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য সাহারীর ব্যবস্থা করেছেন আয়োজকরা।