আবুল বাশার মিরাজ, বাকৃবি:বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, স্বাদুপানি কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০১৮-১৯) পর্যলোচনা ও গবেষণা প্রস্তাবনা (২০১৯-২০) প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ২০১৮-১৯ অর্থবছরে বিএফআরআই পরিচালিত বিভিন্ন গবেষণা কার্যক্রমের মূল্যায়ন এবং আগামী অর্থ বছরের জন্য (২০১৯-২০) জাতীয় চাহিদার আলোকে গবেষণা পরিকল্পনার প্রস্তাব উপস্থাপন করা হয়।
কর্মশালায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জাতীয় চাহিদার নিরীখে গবেষণার মাধ্যমে ইতোমধ্যে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক ৬১ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের ফলে দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসর্ম্পূণ। এখন প্রয়োজন জনস্বাস্থ্যের জন্য নিরাপদ মাছ উৎপাদন। তিনি নিরাপদ মাছ উৎপাদন কৌশলের উপর প্রযুক্তি উদ্ভাবনে আত্মনিয়োগ করার জন্য বিজ্ঞানীদের আহ্বান জানান।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ উক্ত কর্মশলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, ময়মনসিংহ।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাদুপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খলিলুর রহমান। এছাড়াও কর্মশালায় বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী, সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধি বৃন্দ,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মৎস্য সেক্টরের উন্নয়নের সাথে সম্পৃক্ত উদ্যোক্তা ও মৎস্য চাষীবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।