ক্যাম্পাস ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সুস্ষ্ঠ পরিবেশ বজায় রাখাসহ সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে উচুঁ করে গড়ে তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। ১১ জুন ২০১৯, মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের উদ্দেশ্যে আলাদা আলাদা ভাবে এক দিক নির্দেশণামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন এ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে তিনি ন্যায় নীতি ও আদর্শ বজায় রেখে দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে সর্বশক্তি নিয়োগ করবেন। তিনি বলেন এ লক্ষ্য পূরণে সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিগণকে একযোগে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ ছাইফুল ইসলামের পরিচালনায় সভায় নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান আরও বলেন, এদেশের প্রথম উচ্চতর কৃষিশিক্ষা ও গবেষণার পথিকৃৎ ও সর্বোচ্চ জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পারায় প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণায় এশিয়ার সর্ববৃহৎ এ জাতীয় বিদ্যাপিঠের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োজিত হতে পারায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সকল সদস্য এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বিভিন্ন সেক্টরের উন্নয়নের অবদান তুলে ধরেন। তিনি আরও বলেন বর্তমান সরকারের ভিশন, এসডিজি ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ ছাইফুল ইসলাম নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসানের বর্ণাঢ্য জীবনী পাঠ করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান আইনানুগভাবে বিধি-বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে আন্তরিক সহযোগিতার আহবান জানান।