ক্যাম্পাস ডেস্ক:এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এর মিলনায়তনে Summer/2019 টার্মের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ মে) সকাল ১০.০০ টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।
আবুল বাশার মিরাজ, বাকৃবি: "আজ সারাদিন রোজা রেখে আমরা সবাই ইফতার ও দোয়া মাহফিলে সমবেত হয়েছি। আমি এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০ বছর কাটিয়েছি। আজকের দিনে সবাইকে নিয়ে একসাথে বসে ইফতার করেতে পেরে আমার খুবই ভালো লাগছে। হয়ত এটিই আমার উপাচার্য পালনের শেষ ইফতার মাহফিল। আমি আগে শিক্ষকদের কাতারে ছিলাম, সময়ের সাথে উপাচার্যের চেয়ারে দায়িত্ব পালন করেছি। এ মাসে আমার দায়িত্ব শেষ হবে।"
শেকৃবি প্রতিনিধি: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাহিত্য বিষয়ক অন্যতম সংগঠন শেকৃবি সাহিত্য সংসদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে এ ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধিক সাহিত্যপ্রেমী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মেহেদি হাসান মামুন।
রায়হানুল নবী:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকতে হলে ছাত্র-ছাত্রীদেরকে গতানুগতিক শিক্ষার পরিবর্তে অংশগ্রহণমূলক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে আন্তর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর রাখতে হলে পড়াশুনায় মনোযোগী হতে হবে।
আবুল বাশার মিরাজ, বাকৃবি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের ২০১৯ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক ড. মো.আনিছুর রহমান মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজি নাজমুস সালেহিন রাফি নির্বাচিত হয়েছেন।
রায়হানুল নবী, সিকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমযান উপলক্ষে বাঁধন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট এর আয়োজনে আজ শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মতিয়ার রহমান হাওলাদার।