দীন মোহাম্মদ দীনুঃ বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির উদ্যোগে ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার বিকাল ০৩ টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফকির আজমল হুদা।
সেমিনারে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব সাজ্জাদুল হাসান এর সভাপতিত্বে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রফেসর এমেরিটাস ড. এম এ সাত্তার মন্ডল।