এগ্রিবিজনেস ডেস্ক:সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার আছিম বাজারে এআইটি’র পরিবেশক ও খামারীদের নিয়ে খামারী উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এআইটি’র ময়মনসিংহ এরিয়া ইনচার্জ জনাব মোঃ আজিজুর রহমান, এআইটি ল্যাব ইনচার্জ জনাব মোঃ জাকিরুল ইসলাম, রিজিওনাল ইনচার্জ জনাব মোঃ সালেহ চান শিকারী, রিজিওনাল ইনচার্জ (ফিশ) জনাব মোঃ বুলবুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন এআইটি’র হেড অব মার্কেটিং জনাব মোঃ রেজাউল হাসান।
সেমিনারে মৎস্য খামারীদের বিভিন্ন সমস্যার আলোকে অত্যান্ত গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন জনাব মোঃ বুলবুল ইসলাম। তিনি মাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রতিকারে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
জনাব রেজাউল হাসান কর্মশালায় আগত সকল খামারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন এআইটি সর্বদা সর্বোৎকৃষ্ট কাচাঁমালের দ্বারা সর্বোন্নতমানের ফিড খামারীদের সরবরাহ করছে যা নিশ্চিতভাবে মুরগী, মাছ এবং গবাদী পশু উৎপাদনে আশানুরুপ ভূমিকা পালন করছে। তিনি বলেন, এআইটি ফিড উৎপাদনের পর নিজস্ব ল্যাবে পরিক্ষা-নীরিক্ষার পর খামারীদের সরবরাহ করা হয় বিধায় মুরগী, মাছ ও গবাদী পশুর রোগ-বালাই প্রতিরোধের পাশাপাশি কাঙ্খিত এফ.সি.আর পাওয়া যায় এবং খামারীদের আর্থিকভাবে লাভবানে সহায়ক ভ’মিকা পালন করে। তিনি আগত সকল খামারীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: মোঃ মোশারফ হোসেন। তিনি এক সময় পোল্ট্রি খামারী ছিলেন। তিনি জানান, আমি যখন খামার করি তখন এআইটি ফিডের সন্ধান পাইনি, এআইটি ফিডের সন্ধান পেলে আমি ব্যবসায়িকভাবে আরো লাভবান হতে পারতাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রিজিওনাল ইনচার্জ (ফিশ) জনাব মোঃ বুলবুল ইসলাম।