এগ্রিলাইফ প্রতিনিধি:ঢাকাস্থ মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় ও কলেজ এবং মিরপুর আদর্শ স্কুলে ২৬০ জন মা ও শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। আমাল ফাউন্ডেশন ও স্যাভলন বাংলাদেশ যৌথভাবে এই ক্যাম্পের আয়োজন করে।
এতে বিনা মূল্যে ডায়াবেটিস পরিক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ওজন পরিমাপ, বিনামূল্যে ওষুধ বিতরণসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। পরে সবাইকে নিয়ে ইফতার মাহফিলেরও আয়োজন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন স্যাভলনের প্রোডাক্ট ইক্সকিউটিভ অফিসার মো. সালাউদ্দিন শেখ শওকত, আমালের সিইও ইফরিত করিম, নর্থবেঙ্গল প্রজেক্ট ম্যানেজার জাহিদুল ইসলাম রকি সহ প্রায় ৩০ জন ডাক্তার ও স্বেচ্ছাসেবক।
প্রজেক্টটির বিষয়ে জানতে চাইলে আমালের সিইও ইফরিত করিম বলেন, 'যদি আমাদের স্বাস্থ্য ভালো থাকে, তখন আমাদের মনও ভালো থাকে। প্রত্যেকের স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেশে স্বাস্থ্যসেবা অপ্রতুল হওয়ায় দরিদ্র ও সুবিধাবঞ্চিতরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আবার অনেকে কিভাবে স্বাস্থ্যের যত্ন নিতে হয়, তাও জানে না। আমরা এজন্যই এ প্রজেক্টটি হাতে নিয়েছি।'
হেলথ ক্যাম্প প্রজেক্টটির নেতৃত্ব দেন আমালের নর্থ বেঙ্গল প্রজেক্ট ম্যানেজার জাহিদুল ইসলাম রকি। তিনি বলেন, 'বাংলাদেশে জনসংখ্যার তুলনায় চিকিৎকসের সংখ্যা অপ্রতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী (ডব্লিউএইচও) বাংলাদেশে প্রতি ১ হাজার জনের জন্য ০.৩ জন ডাক্তার এবং ০.৩ জন নার্স রয়েছে। আর এ অবস্থা দূরীকরণে আমাল ফাউন্ডেশন চেষ্টা করে যাচ্ছে। আমরা দেশজুড়ে দরিদ্র জনগোষ্ঠির মাঝে স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। ঢাকায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইন ও হেলথ ক্যাম্প আমাদের সে প্রচেষ্টারই অংশ।