নাহিদ বিন রফিক (বরিশাল): সরকারিভাবে ধান ক্রয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ মে) থেকে পিরোজপুরের নেছারাবাদে কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার তালিকাপ্রাপ্ত ১শ ১২ জন কৃষাণ-কৃষাণীর কাছ থেকে ১শ ৮ টন ধান কেনা হবে। চাষিরা প্রতি কেজি ধানের মূল্য পাবেন ২৬ টাকা দরে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রিফাত শিকদার, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি কাওছার হোসেন, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি হাবিবুল মিঠু প্রমুখ।সরকারের এ মহতি উদ্যোগে এলাকার চাষিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়।