ডেস্ক:এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর সাথে সংযুক্ত এক্সিম ব্যাংক ফাউন্ডেশন-এর প্রতিনিধি ও এক্সিম ব্যাংক লিঃ চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক, ভাইস প্রেসিন্ডেন্ট জনাব মোঃ ওসমান আলী মিয়া অদ্য ২১ জুন রোজ শুক্রবার দুপুর ১২.০০ ঘটিকায় তাঁর নিজ বাসায় (রংপুরে) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন)। মৃত্যুকালে তিনি তাঁর সহধর্মিনী, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্ম-কান্ডের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন।
তাঁর এ অকাল মৃত্যুতে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসান সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী গভীরভাবে শোকাহত। এক শোকবার্তায় তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।