কাজী কামাল হোসেন, নওগঁ::নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার ও সম্প্রসারনের দাবীতে নওগাঁয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদ মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি আতাউল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, উপদষ্টো কমরডে মহসীন রেজা, সহসভাপতি উৎপল সাহা, গায়ত্রী কন্ডু, সিপিবি সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, সিপিবি নেতা কমরেড প্রদ্যেুৎ ফৌজদার, সরকারী মাধ্যমকি শক্ষিক সমিতি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসমত আলী, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদ রাব্বানী রশিদ, উদীচী মান্দার সম্বয়ক রতন প্রসাদ ফনী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আহসান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা অবিলম্বে কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার ও সম্প্রসারনের দাবী জানান।