এগ্রিলাইফ২৪ ডটকম, ডেস্ক:বাংলাদেশের মেধাবি সন্তান, যুক্তরাষ্ট্রের এ্যানডারসন চেয়ার জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি’র প্রফেসর, ড. সাব্বির আহমেদ শুভ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত ২ জুন (রবিবার) বাংলাদেশ সময় ভোর ৪ টায় আটলান্টায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র (৪৯) বছর। তিনি ইসলাম গ্রুপের সাবেক পরিচালক জনাব হাফিজুর রহমানের জ্যেষ্ঠ সন্তান ছিলেন। আটলান্টায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
ড. সাব্বির ১৯৯৩ সালে বুয়েট থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। অত্যন্ত সজ্জন মানুষ এবং একজন মেধাবি শিক্ষক হিসেবে ড. সাব্বির বিদেশে বাংলাদেশের সম্মান সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে গেছেন।
মৃত্যু প্রত্যেকের জন্যই অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে তাঁর পরিবার ও আত্নীয় স্বজনদের মাঝে শোকে ছায়া নেমে এসেছে। তাঁর আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন মরহুমের পরিবার। আগামী শনিবার বাদ আসর ঢাকার বনানীস্থ নিজ বাসভবনে মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।