নাহিদ বিন রফিক (বরিশাল): জেলা পর্যায়ে দিনব্যাপি ইনোভেশন শোকেসিং উৎসব আজ (১৮ জুন) ঝালকাঠিস্থ কালেক্টরেট চত্বরে পালিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক, অতিরিক্ত উপপরিচালক মো.মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক উম্মে আয়শা ছিদ্দিকী, পল্লী বিদ্যুত সমিতির সহকারি মহাব্যবস্থাপক রনজিত চন্দ্র দেবনাথ প্রমুখ।
মেলায় ১২টি স্টল স্থান পায়। এতে দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে কৃষি সিনেমা প্রদর্শন করা হয়। মেলায় অংশগ্রহণকারীদের পুরস্কারের ব্যবস্থা ছিল। এতে ভূমি অফিস প্রথম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দ্বিতীয় স্থান অর্জন করে।