ফরহাদ আহমেদ:"রোপা আমন ধানের আন্তঃপরিচর্যা ও আসন্ন রবি মৌসুমের প্রস্তুতি" বিষয়ক উঠান বৈঠক গাজীপুর সদর উপজেলার সালনা ব্লকের বাঘলবাড়ি গ্রামে অনুষ্ঠিত  হয়।  এ উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত বিভিন্ন কার্যক্রমে উপজেলা কৃষি অফিসার জনাব সাবিনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ আল জাকী।

উঠান বৈঠকে ধানের বিভিন্ন আন্তঃপরিচর্যা ও আসন্ন রবি মৌসুমের বোরো ধান, শীতকালীন সবজি সম্পর্কে বিস্তারিত আলোচনার পর ধানের রোগবালাই এর লিফলেট  বিতরন, বসতবাড়ির আঙ্গিনায় ফলের গাছ রোপন, জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচীর আওতায় তাল, খেজুরের বীজ ও চারা রোপন এবং পার্চিং  উৎসব করা হয়।

এসময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষককৃষানীরা  উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায়  বৃক্ষ রোপনের  গুরুত্ব এবং পোকাদমনে কীটনাশকের ব্যবহার কমিয়ে পার্চিং এ গুরুত্ব দিতে সকলকে পরামর্শ  দেওয়া  হয়।