এগ্রিলাইফ২৪ ডটকম:পরিবেশকে সবুজময় করে তোলার লক্ষ্যে "সামাজিক বিপ্লব" সংগঠনের বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচি-২০২০ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১ জুলাই, বুধবার বিকালের দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে তিনদিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি-২০২০ সফলভাবে সম্পন্ন করেন সামাজিক বিপ্লব ও ডিসিএফ সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন  মাদ্রাসা, মসজিদ, ইবতাদিয়া, স্কুল, রাস্তার মোড়, হাটবাজার সহ ১৭ টি জায়গায় ঘেরা/বেড়া, নেইম ফ্লক সহ চারা রোপন এবং ২য় দিনে সামাজিক দুরত্ব বজায় রাখার মাধ্যমে বিভিন স্কুলেরছাত্র ছাত্রী, পথচারী, পরিবার, শুভাকাঙ্ক্ষীর মাঝে পেয়ারা, চীনাবাদাম, নিম, গাব, কদম, কৃঞ্চচূড়া, মিলে প্রায় ৫০০ টি গাছের চারা রোপন ও বিতরন করা হয়েছে।

এছাড়া দরিদ্র দূরীকরণ এবং নিরাপদ ফল উৎপাদন করার লক্ষে ৩য় দিনে ১টি পেয়ারা বাগান এবং ২ টি পেঁপে বাগান তৈরি করে দেওয়া হয়ছে তরুণ কৃষি উদোক্তা রোকন, আজাদ ও মিজবাহ উদ্দীনকে।

ডিসিএফ ও সামাজিক বিপ্লব বৃক্ষ রোপণ কর্মসূচির সদস্য সচিব ম.ফ.ম জাহিদুল ইসলামের নেতৃত্বে ৫ টি টিমে ভাগ হয়ে ৩ দিন ব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়ছে।

সংগঠনের সূত্রে জানা যায়-সামাজিক বিপ্লব" এটি স্বেচ্ছাসেবী, সামাজিক, জনকল্যাণ মূলক, অরাজনৈতিক ও পরিবেশবাদী একটি জনপ্রিয় সংগঠন। সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবতার দেওয়াল, গরিব অসহায় ২০০ পরিবারের মাঝে এান সামগ্রী বিতরণ, ঘুড়ি প্রতিযোগিতা, স্বাস্থ্য ক্যাম্প, সুস্থ সংস্কৃতির চর্চায় উন্মুক্ত পাঠাগার স্হাপন কর্মসূচির পালন করে।

এর ধারাবাহিকতায় এইবারও বর্ষা মৌসুমে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সবুজপ্রেম জাগ্রত করে সবুজের প্রতি আগ্রহী করে তোলা এবং সবাইকে সাথে নিয়ে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নকে সবুজময় করে তোলার লক্ষে সামাজিক বিপ্লব ও ডিসিএফ এর বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচির অভিযাত্রা।প্রতিটি ঘরে ঘরে সবুজ এর বিস্তার ঘটানোর মাধ্যমে দূষণ মুক্ত সমাজ, নিরাপদ খাদ্য আর প্রানভরে নিরাপদ অক্সিজেন গ্রহনের নিরিখে উক্ত কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সামাজিক বিপ্লব।

বৃক্ষ রোপণ কর্মসূচির আহব্বায়ক হুমায়ন কবির খোকন ও সমন্বয়ক সরুয়ার কাদের বলেন, আগামী মৌসুমে এই কর্মসূচি আরো ব্যাপক পরিসরে এবং রাস্তার ধারে সামাজিক বনায়ন সৃষ্টি করার মত উদ্যোগ নেওয়া হবে।

এই কর্মসূচি বাস্তবায়নে কামরুল কবির আজাদ হিরো, হেফাজ উদ্দীন মর্তুজা, নজরুল, জিদান, রিগান, মোস্তাক, জয়,
রুকন, শাকের, জিয়াবুল, ইয়ারু, সাজিদ, তাহসিন, বেলাল, শুভসহ আরো অনেক সাংগঠনিক তরুণ পরিবেশ কর্মী নিরলস ভাবে সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জনিয়েছে সংগঠনটি।