এগ্রিলাইফ২৪ ডটকম:মহামারি কোভিড-১৯ এর ভয়াল থাবায় জর্জরিত পুরো বিশ্ব ; থমকে আছে পৃথিবী। প্রতিনিয়ত গতি এবং ছন্দ হারাচ্ছে স্বাভাবিক জীবনধারা ।বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের শিক্ষার্থীরাও বিচ্ছিন্ন হয়ে আছে তাদের প্রিয় শিক্ষাঙ্গন থেকে, তাই এই উদাসীন ও নিস্তেজতার সময়টাকে শিক্ষণীয় করে তুলতে এবং “সর্বত্র বিস্তৃত বিজ্ঞান” লক্ষমাত্রায়  বাংলাদেশ সায়েন্স কংগ্রেস এসোসিয়েশন আয়োজন করেছে দেশের বৃহৎ অনলাইন সায়েন্স কার্নিভাল “সেকেন্ড ন্যাশনাল সায়েন্স কার্নিভাল”  যা আগামী ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর অনলাইনে অনুষ্ঠিত হবে ।

টান টান উত্তেজনা ও প্রতিযোগীতাপূর্ণ এ কার্নিভালে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রোগ্রামটিতে ৪টি ক্যাটাগরির শিক্ষার্থীরা অলিম্পিয়াড, কুইজ, প্রোজেক্ট সহ  আকর্ষনীয় ১৫ টি সেগমেন্টস এবং ৪০ টি সাবসেগমেন্টসে অংশগ্রহণ করতে পারবে।

নিম্নে ক্যাটাগরি ও সেগমেন্ট সমূহ উল্লেখ করা হলোঃ
ক্যাটাগরি-  
১।জুনিয়র ক্যাটাগরিঃ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী
২। সেকেন্ডারি ক্যাটাগরিঃ ৯ম, ১০ম শ্রেনী এবং এস এস সি-২০ পরীক্ষার্থী  
৩। হাইয়ার সেকেন্ডারি ক্যাটাগরিঃ ১১শ, ১২শ এবং এইচএসসি-২০ পরীক্ষার্থী
৪। সিনিয়র ক্যাটাগরিঃ অনার্স ১ম বর্ষ থেকে ফাইনাল বর্ষ পর্যন্ত  

সেগমেন্টসঃ

রেজিস্ট্রেশন করতে ক্লিক করুনঃ www.bscabd.org/registration

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://bscabd.org
Follow us: Facebook, Instagram, Twitter, Linkedin