Friday, 20 July 2018

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিরাজগঞ্জ সদরের উদ্যোগে আলোক ফাদ স্থাপন

এগ্রিলাইফ২৪ ডটকম: রোপা আমন ফসলের ক্ষতিকর পোকার উপস্থিতি সনাক্তকরণ ও উপস্থিতি জেনে দমন পদ্ধতির ব্যবস্থা গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে স্থাপন হচ্ছে আলোক ফাদ। গত বুধবার সন্ধায় উপজেলার বিভিন্ন স্থান খোকশাবাড়ী, ছোনগাছা, বেজগাতী, হরিনায় আলোক ফাদ স্থাপন হয়।

আলোক ফাদ স্থাপন পরিদর্শন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ রোস্তম আলী। আলোক ফাদ স্থাপন করতে হয় সন্ধার শুরুতেই। জমি থেকে ১০০ মিটার দুরে অন্ধকারে বাতি জালিয়ে, বাতির নীচে সাবান পানি মিশ্রিত গামলা রেখে স্থাপন করতে হয়। আলোর উপস্থিতি পেয়ে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা এসে গামলার মধ্যে পড়ে এবং আটকে যায়। উপস্থিত পোকা দেখে সনাক্তকরে ধান ক্ষেতে পরবতী দমন পদ্ধতি ঠিক করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ রোস্তম আলী জানান আলোক ফাদের মাধ্যমে মুলত পোকার উপস্থিতি সনাক্ত করা হয়। আলোক ফাদ ব্যবহারের মাধ্যমে পোকা দমন কিভাবে করা সম্ভব তা কৃষকদের সচেতন করার জন্য নিয়মিত আলোক ফাদ স্থাপন করা হচ্ছে।