Sunday, 23 September 2018

 

নয়া ঠিকানায় এজি ফুডের ১ম আউটলেট

এগ্রিলাইফ২৪ ডটকম:ভোক্তার চাহিদা বিবেচনায় রেখে বৃহৎ পরিসরে এজি ফুডের ১ম আউটলেটটি নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। ২৪ জুলাই সোমবার দুপুরে উত্তরার ৫ নং সেক্টর থেকে ১৪ নং সেক্টরে নয়া আঙ্গিকে আউটলেটটির উদ্বোধন করেন এজি ফুডের বিজনেস ডেভেলপমেন্ট কনসালট্যান্ট কৃষিবিদ জনাব আখতারুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এজি ফুডের সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) মোঃ রফিকুল আলম খান (জিমি), ফ্রাঞ্চাইজি মি:জাকি, জনাব মুশতাক, মি: ইভান সহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন।

উদ্বোধন উপলক্ষ্যে এজি ফুড লিমিটেড এর সকল প্রকার ফ্রোজেন পণ্যের ওপর ১০% এবং সকল ফ্রাইড পণ্যের ওপর ২০% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে কোম্পানীর বিপনণ বিভাগ সূত্রে জানা গেছে।
================================
ফ্রাঞ্চাইজি ঠিকানা
আউটলেট নামঃ এম.এইচ এসোসিয়েটস্ ও অহন সুইটস্
রোড নং-১৫,বাসা-৩৪ ,সেক্টর-১৪
উত্তরা, ঢাকা।