Friday, 20 July 2018

 

এজি ফুড প্রিভিলেজ কার্ড-এর সেবা প্রদান শুরু

এগ্রিলাইফ২৪ ডটকম, ডেস্ক:আহসান গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এজি এগ্রো ফুডস্ লি.-এর প্রোমোশনাল কর্মসূচির অংশ হিসেবে এজি ফুড প্রিভিলেজ কার্ড এর সেবা প্রদানের যাত্রা শুরু হলো ।

এ উপলক্ষে আজ রবিবার কোম্পানিটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এজি ফুড প্রিভিলেজ কার্ড-এর শুভ উদ্বোধন করেন আহসান গ্রুপের চেয়ারম্যান জনাব শহিদুল আহসান। এ সময় এজি এগ্রো ফুডস্ লি এর সিইও কৃষিবিদ জনাব লুৎফর রহমান, সিএফও জনাব মাহাবুবুর রহমান, ডিবিসি নিউজের বার্তা প্রধান মি: প্রণব সাহা, জেনারেল ম্যানেজার, বিপনন, জনাব নুরুল আলম ও উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিভিলেজ কার্ড-এর মাধ্যমে পণ্য অর্ডার করলে ক্রেতারা ঘরে বসে পেয়ে যাবে ফ্রি হোম ডেলিভারী সার্ভিস ও যে কোন ফ্রোজেন পণ্য এবং গ্রিন চিকেনের উপর ১০% ডিসকাউন্ট