এগ্রিলাইফ২৪ ডটকম:লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই মাদ্রাসাপাড়ায় কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) এর উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় সম্প্রতি কৃষকদের মাঝে ধানের ব্লাস্ট রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিস রংপুর অঞ্চলের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সায়েম।

প্রধান অতিথি বলেন ধানের ব্লাস্ট রোগ পাতা, গিঁট ও শিষের গোড়া আক্রমণ করে থাকে। এ রোগ নিয়ন্ত্রণে তিনি ধানের থোর অবস্থায় একবার এবং এর ১০-১৫ দিন পর দ্বিতীয় বার ট্রাইসাইক্লাজোল গ্রুপের ছত্রাকনাশক যেমন-ট্রুপার বা ডিফা ১০ লিটার পানিতে ৮ গ্রাম হারে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করার পরামর্শ প্রদান করেন। এছাড়া যেসব জমিতে এখনও আক্রমণ করেনি সেসব জমিতে সতর্কতামূলক বর্ণিত বালাইনাশক সঠিকভাবে বিকেলে স্প্রে করতে হবে তিনি উল্লেখ করেন।

উপজেলা কৃষি অফিসার বলেন ব্রি ধান২৮ ও বেশ কিছু হাইব্রিড জাতে এ রোগ বেশি দেখা যাচ্ছে। ফলে ভবিষ্যতে এসব জাত চাষে বিরত থাকার পরামর্শ দেন। সমাবেশের শুরুতে এআইসিসি’র সভাপতি এমদাদুল হক মিলন ব্লাস্ট রোগ ব্যবস্থাপনার ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন। সমাবেশে প্রায় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।