শারমিন আক্তার তাসনিম:“মিউচুয়াল গোলস এন্ড রেস্পেক্ট এমং দ্যা ফার্মাসিস্ট” (পারস্পরিক সহযোগীতা এবং ফার্মাসিস্টদের মধ্যে সম্মান) এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক কোম্পানী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্রগ্রামের কুমিরায় অবস্থিত বেসরকারী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) গত শনিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত হলো “ফার্মা ফেস্ট ২০১৮”

উৎসবে শীর্ষ ঔষধ প্রস্তুতকারক এবং রপ্তানিকারক কোম্পানিগুলো নিজেদের ঔষধ ও স্বাস্থ্যবিষয়ক পণ্য প্রদর্শন করে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকল্প নির্মাণ ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মাসুসুর রহমান মামুন- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কে এম গোলাম মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমানে বিশ্বের ১৫০ টি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানী হয়। তড়িৎ বেগে দেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ঔষধের বেশীরভাগ কাঁচামাল দেশের অভ্যন্তরেই পাওয়া যায় সেহেতু এই সুবিধা কাজে লাগিয়ে তরুণ ফার্মাসিস্টরা দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে”।