Sunday, 23 September 2018

 

ধান গাছে উফরা রোগের বিস্তারিত

ড. কে, এম, খালেকুজ্জামান:ধান গাছে উফরা (Ufra) রোগকে বিভিন্ন এলাকায় উর্বা, ডাকপোড়া, জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, লোনা লাগা ইত্যাদি নামে পরিচিত। সাধারণতঃ শতকরা ৪০-১০০ ভাগ ফলন নষ্ট হয়ে যেতে পারে। ডাইটিলেংকাস এ্যাংগাসটাস (Ditylenchus angustus)  নামক এক ধরণের কৃমি দ্বারা এ রোগ হয়। সেচের পানি, ঘন ঘন বৃষ্টিপাত, মাটি, রোগাক্রান্ত চারা, নাড়া ও খড় দ্বারা এ রোগ ছড়িয়ে থাকে। শুরুতে এ রোগ জলী আমন ধানে হলেও বর্তমানে সব মৌসুমেই দেখা যায়। সেচের পানিতে ভেসে এরা এক গাছ থেকে অন্য গাছে আক্রমণ করে। আক্রান্ত জমির পরিত্যক্ত নাড়া, খড়কুটা, শিষের অংশ বা ঝরে যাওয়া ধানে এবং মাটিতে কোন খাদ্য ছাড়াই এ কৃমি কুন্ডলী পাকিয়ে ৬-৮ মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে।

রোগের লক্ষণ:

 • কৃমি ধান গাছের কচি পাতা ও খোলের সংযোগস্থলে আক্রমন করে।
 • কৃমি গাছের রস শোষণ করায় প্রথমে পাতার গোড়ায় ছিটা-ফোটা সাদা দাগ দেখা দেয়।
 • সাদা দাগ ক্রমে বাদামী রংয়ের হয় এবং পরে এ দাগ বেড়ে সম্পূর্ণ পাতাটাই শুকিয়ে ফেলে।
 • অনেক সময় থোড় হতে ছড়া বের হতে পারে না বা বের হলেও অর্ধেক বা আংশিক বের হয়।
 • ছড়া বের হতে না পারলে তা ভিতরে মোচড়ানো অবস্থায় থাকে।
 • গাছ কিছুটা বেটে হয়।
 • ধান খুব চিটা ও অপুষ্ট হয়।
 • আক্রমণ থোড় গজানোর সময় হতে শুরু হলে সে ধানের কোন ফলনই পাওয়া যায় না।

রোগের প্রতিকার:

 • রোগাক্রান্ত ফসল কাটার পর নাড়া ও খড় জমিতেই পুড়িয়ে ফেলতে হবে।
 • ঘাস জাতীয় আগাছা এবং মুড়ি ধান ধ্বংস করতে হব।
 • বছরের প্রথম বৃষ্টির পর জমি চাষ দিয়ে ১৫-২০ দিন শুকাতে হবে।
 • পর পর ধান না করে পর্যায়ক্রমে অন্য ফসলের চাষ করতে হবে।
 • আক্রান্ত জমিতে বা জমির পাশে বীজতলা করা থেকে বিরত থাকতে হবে।
 • প্রথম অবস্থায় আক্রমণ দেখা দিলে ধানের আগার অংশ কেটে পুড়ে ফেলতে হবে।
 • চারা লাগানোর ১২-২০ ঘন্টা আগে বীজতলা থেকে চারা তুলে শিকড় ১.৫% কৃমিনাশক যেমন-ফুরাডান ৫জি অথবা কুরাটার ৫ জি দ্রবনে ভিজিয়ে রেখে জমিতে রোপন করতে হবে।
 • জমিতে রোগ দেখা দিলে ২ ইঞ্চি পানি থাকা অবস্থায় কার্বোফুরান (ফুরাডান ৫জি অথবা কুরাটার ৫ জি) বিঘা প্রতি ২.৫-৩.০ কেজি হারে প্রয়োগ করতে হবে।

=====================================
লেখক:- উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব)
মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই
শিবগঞ্জ, বগুড়া।
Mobile No. 01911-762978; 01558-313632; 01673-632486.
E-mail: ;