উচ্চশিক্ষার মানোন্নয়নে বাকৃবিতে বিএনকিউএফ বিষয়ক ওয়ার্কশপ

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধিঃ উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং জাতীয় যোগ্যতা কাঠামোর সঙ্গে শিক্ষাক্রমের সামঞ্জস্য নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স রুমে "ওয়ার্কশপ অন অ্যাডাপটেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব বিএনকিউএফ" শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এবং ফিশারিজ অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালনা করেন সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ। শুভেচ্ছা বক্তব্য দেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিএনকিউএফ বাস্তবায়নের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে আরও সুসংহত হবে। এই ধরনের কর্মশালা শিক্ষকদের আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন ও মানসম্মত পাঠদান পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে সহায়ক হবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত মানের প্রশংসা করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

দিনব্যাপী এই কর্মশালায় ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের মোট ৫২ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালায় বিএনকিউএফের কারিগরি দিক, কাঠামো এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।