ভ্যাব-এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন,আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে অদ্য ৬ জানুয়ারি রোজ মঙ্গলবার ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: কায়সার জামান, আহ্বায়ক (এ্যাব), ডা: মো: আব্দুর রহিম, (ভারপ্রাপ্ত সভাপতি, ভ্যাব), ডাঃ কবির উদ্দিন আহমদ (মহাসচিব ভ্যাব), ড. শফিকুল ইসলাম ( যুগ্ম আহ্বায়ক, এ্যাব), ডাঃ মোঃ বয়জার রহমান (পরিচালক প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর), ডা: বেগম শামছুননাহার আহম্মদ পপি (পরিচালক, সম্প্রসারণ), কৃষিবিদ শাহ জামান খান তুহিন (পরিচালক এআই, প্রাণিসম্পদ অধিদপ্তর), প্রফেসর চারুলতা শাপলা (শেকৃবি),ডাঃ মওদুদুর রহমান( সদস্য বিভিএ), ডাঃ আব্দুল মান্নান (আহ্বায়ক বিসিএস লাইভস্টক ক্যাডার এসোসিয়েশন), ডা: মো: রেজাউল করিম মিয়া মনি ( সভাপতি, দি ভেট এক্সিকিউটিভ), ডাঃ তারেক রহমান (সদস্য সচিব বিভিএ ও উপপরিচালক প্রশাসন,প্রাণিসম্পদ অধিদপ্তর) ,ডাঃ আলমগির হোসেন (সহসভাপতি, ভ্যাব), ডাঃ মোজাম্মেল হক খান সোহেল ( সিনিয়র যুগ্ম মহাসচিব ভ্যাব), ডাঃ নাজমুল হোসেন (যুগ্ম মহাসচিব ,ভ্যাব),ডাঃ শাহাদাত হোসেন পারভেজ( সাংগঠনিক সম্পাদক ভ্যাব), ডা: সাখাওয়াত হোসেন (সদস্য ভ্যাব), ডাঃ ইউনুস আলী মঞ্জু, ডা: মো: জহিরুল ইসলাম (পিডিও), ডা: সাদেকুজ্জামান রাকিব ( ভিও, ডিএসসিসি), ডাঃ মোঃ ইমরান পারভেজ, ডাঃ মামুনুর রশিদ সোহাগ প্রমুখ।