
এগ্রিলাইফ২৪ ডটকম: আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের নয়টি কৃষি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে বেলা ২টায় কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বেলা ২টা থেকে শুরু হয়। এ পরীক্ষায় মোট ২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৫১ জন, যা উপস্থিতির হার ৯১ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এ সময় তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় আমরা সন্তুষ্ট।
কেন্দ্রের নির্ধারিত আসন বিন্যাস অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে রোল নম্বর ১৮০৩০২ থেকে ১৮০৫৭৭ পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষা উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগমনে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। পরীক্ষাকেন্দ্রের বাইরে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। তাদের মধ্যে ভর্তি পরীক্ষা ঘিরে আগ্রহ স্পষ্টভাবে প্রতিফলিত হয়। উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ছিল ৩ হাজার ৭০১টি। এর মধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে মোট আসন সংখ্যা ছিল ৯০টি।
এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।