
এগ্রিলাইফ২৪ ডটকম: আজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কর্তৃক ঢাকায় কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ বছর ঢাকাস্থ শেকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪৫,১৬৪ জন শিক্ষার্থী আবেদন করে। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে শেকৃবি ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। সকল কেন্দ্রের পরীক্ষা কার্যক্রম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ কেন্দ্রসমূহের সার্বিক ভর্তি পরীক্ষা কার্যক্রম সরাসরি তদারকি ও দক্ষতার সঙ্গে পরিচালনা করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। এ সময় তিনি ভর্তি পরীক্ষা পরিচালনায় নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
এ বছর বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোষাধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্রে কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন।
এছাড়াও শেকৃবি ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে ছিলেন— টিএসসি কেন্দ্রে অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় লাইব্রেরিতে অধ্যাপক এ টি এম সামছুদ্দোহা, ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রে অধ্যাপক ড. নাহিদ জেবা ও অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ,
কৃষি অনুষদ ভবনে অধ্যাপক ড. এইচ. এম. এম. তারিক হোসেন ও অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, এম মহবুবউজ্জামান একাডেমিক ভবনে অধ্যাপক গাজী এম এ জলিল, অধ্যাপক জুলফিকার আহম্মেদ রেজা, অধ্যাপক ড. এ কে এম রুহুল আমিন, অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম।
উল্লেখ্য, ঢাকাস্থ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯০.৩৭ শতাংশ, যা শিক্ষার্থীদের আগ্রহ ও পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার প্রতিফলন।