
এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শনিবার বেলা ২টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এর অধীন তিনটি উপকেন্দ্র: ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ এবং পাহাড়তলী কলেজে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো: আহসানুল হক, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
সিভাসু এবং এর অধীন তিনটি উপকেন্দ্রে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম জানান, এবার সিভাসু’সহ চট্টগ্রামের চারটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৭৮৬ জন। উপস্থিত ছিল ৬ হাজার ১৬৭ জন। উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৮৮ শতাংশ।