গুলশান বিএনপি কার্যালয়ে শোকবইয়ে সাক্ষর করলেন পিএসসি'র সদস্য অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোকবইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)'র সদস্য অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রক্ষিত শোকবইতে তিনি স্বাক্ষর করেন।

দেশের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “একজন মহীয়সী নারী এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে হারিয়ে গোটা জাতি শোকে মূহ্যমান।”

তিনি বলেন “বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় প্রতিটি জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে বিজয়ী হয়ে যেমন ইতিহাস গড়েছেন, তেমনি মৃত্যুর পরেও লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন এবং গড়লেন নতুন আরেক ইতিহাস।”তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।