এক ক্লিকেই বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছের আসন দেখাবে নতুন ওয়েব সিস্টেম

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহজে পরীক্ষার আসন খুঁজে বের করার জন্য ‘বাউ এক্সাম হল ফাইন্ডার’ নামে একটি ওয়েবভিত্তিক সিস্টেম উদ্ভাবন করেছেন বাকৃবির একদল শিক্ষার্থী। গুগল ক্রোমে এক্সাম হল ফাইন্ডার লিখে সার্চ করলেই সিস্টেমটি পাওয়া যাবে।

এই সিস্টেমে পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর দিয়ে মাত্র এক ক্লিকেই সংশ্লিষ্ট পরীক্ষার হলের প্রধান ফটকের ছবি দেখতে পারবেন। পাশাপাশি জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে সবচেয়ে কম সময়ে পরীক্ষার হলে পৌঁছানোর দিকনির্দেশনাও পাওয়া যাবে। পূর্বে এই সিস্টেমটি শুধু ভর্তি পরীক্ষার্থীদের আসন খোঁজার কাজে ব্যবহৃত হলেও বর্তমানে তা আরও আপডেট করা হয়েছে এবং নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে।

সিস্টেমটি উদ্ভাবনে যুক্ত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বায়োইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী অনিক হাওলাদার, ইশমামুল হক ও আসিফ জামান। এছাড়া মডিফিকেশন টিমে ছিলেন একই বিভাগের এস এম মেহেদী হাসান তুষার, নাসরান ফারদিন, লামিয়া ইসলাম ও ফাতেমা ইসলাম। সার্বিক সহায়তা প্রদান করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী।

অধ্যাপক ড. মো. রোস্তম আলী ব‌লেন, আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাকে সামনে রেখে সিস্টেমটিতে আরও আপডেট ও নতুন ধরনের ফিচার যুক্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষার্থীরা অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপের মাধ্যমে সিস্টেমে প্রবেশ করে সহজেই তাদের আসনের অবস্থান জানতে পারবেন। পাশাপাশি ছবিসহ কেন্দ্র শনাক্ত করার সুবিধা এবং জিপিএস নেভিগেশনের সুবিধাও থাকছে।

ভর্তি পরীক্ষার্থীরা যেন সহজে পরীক্ষা কেন্দ্র খুঁজে পান, সে জন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কিউআর কোড সংবলিত ফেস্টুন স্থাপন করা হবে। প্রয়োজনে ভলান্টিয়ার ও আইসিটি সেল হেল্প ডেস্কের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক ড. মো. রোস্তম আলী আরও জানান, পর্যায়ক্রমে অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যাপ এই সিস্টেমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের সব শিক্ষার্থী উপকৃত হতে পারেন। এছাড়া বাকৃবি কেন্দ্রে নেটওয়ার্ক সমস্যা সমাধানে অতিরিক্ত টাওয়ার স্থাপনের পরিকল্পনা থাকলেও স্বাস্থ্যঝুঁকি সংক্রান্ত ভ্রান্ত ধারণার কারণে বিষয়টি এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।