কৃষিবিদদের স্বার্থে প্রয়াত জাবেদ ইকবাল-এর অগ্রণী ভূমিকা প্রজন্ম থেকে প্রজন্মকে পথ দেখাবে

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

রাজধানী প্রতিনিধি: কৃষিবিদদের ঐক্যের প্রতীক লিজেন্ড জাবেদ ইকবালকে স্মরণ করলো এ্যাব। আজ ১০ নভেম্বর, প্রয়াত কৃষিবিদ জাবেদ ইকবালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এগ্রিকালচারিষ্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে কেআইবি কনভেনশন হল–১ এ বিকেল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পেশার মর্যাদা রক্ষা ও কৃষিবিদদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান স্মরণে বিভিন্ন বক্তা আবেগঘন বক্তব্য প্রদান করেন। কৃষিবিদদের স্বার্থে তাঁর অগ্রণী ভূমিকা প্রজন্ম থেকে প্রজন্মকে পথ দেখাবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ্যাব এর আহ্বায়ক ডক্টর কামরুজ্জামান কায়সার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক এ. এস. এম. গোলাম হাফিজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মোস্তাফিজুর রহমানসহ বিশিষ্ট কৃষিবিদগণ।

বক্তারা বলেন, সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রকৃচির সাবেক মহাসচিব হিসেবে কৃষিবিদ জাবেদ ইকবাল ছিলেন পেশার কিংবদন্তি এক নাম। দলমত নির্বিশেষে সকল কৃষিবিদের কল্যাণে তাঁর নিরলস কাজ আজও অনুপ্রেরণার উৎস। পেশাদারিত্ব, সততা ও সুন্দরের প্রতি গভীর অনুরাগ তাঁকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল।

স্মরণসভায় তাঁর সহধর্মিণী ড. ফাতেমা ওয়াদুদ শিলা আবেগ আপ্লুত হয়ে জাবেদ ইকবালের ব্যক্তিগত জীবন, নীতি-আদর্শ ও মানবিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, জাবেদ ইকবাল ছিলেন স্বচ্ছ, সৌন্দর্যবোধে পরিপূর্ণ, পরিবার ও সমাজের প্রতি দায়বদ্ধ এক অনন্য মানুষ।

অনুষ্ঠানে এগ্রিকালচারিষ্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর যুগ্ম আহ্বায়ক ড. শফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন চঞ্চলসহ আরও অনেকে স্মৃতিচারণ করেন।

দোয়া মাহফিল শেষে কৃষিবিদ জাবেদ ইকবালের রূহের মাগফিরাত কামনা করে তাঁর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দোয়া পরিচালনা করেন কেআইবি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোগাম্মদ ইউসুফ।