
এগ্রিলাইফ ডেস্ক: বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি সোসাইটি সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারিকৃত একটি প্রজ্ঞাপনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে সকল পদ সমন্বিত ডিগ্রিধারী (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি) গ্রাজুয়েটদের মাধ্যমে পূরণ করা হবে।
সংগঠনটি মনে করে, এই প্রজ্ঞাপন ভবিষ্যৎ প্রাণিসম্পদ সেক্টরের জন্য ক্ষতিকর হবে এবং প্রাণিসম্পদ সেক্টরে অবদান রাখা বিএসসি ইন এনিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রিধারীদের প্রতি অবিচার করা হবে।
সংগঠনের সভাপতি মোঃ মাহাবুব হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদৎ হোসেন এক বিবৃতিতে এই প্রজ্ঞাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রজ্ঞাপনটি বাতিল করে পূর্বের ন্যায় বিএসসি ইন এনিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রিধারীদের স্ব-স্ব অবস্থানে বহাল রাখার আহ্বান জানিয়েছেন।