মেধাবী শিক্ষার্থীরা দেশ ও জাতিকে পথ দেখাবে-সিকৃবি ভিসি

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ আলিমুল ইসলাম বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা দেশ ও জাতিকে পথ দেখাবে। তারা দেশকে ভালবাসবে, দেশের মানুষকে ভালবাসবে পাশাপাশি কৃষি ও কৃষ্টিকে এগিয়ে নিতে কাজ করবে।

আজ শনিবার (৮ নভেম্বর) সারদা হলে বিশ্ববিদ্যালয় পরিক্রমার উদ্যোগে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের ' সংবর্ধনা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ এবং সমাজ উন্নয়ন ' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটওয়ারী।

প্রফেসর ড.মোঃ আলিমুল ইসলাম বলেন, মাদক জাতিকে ধ্বংস করে দেয়। শুধু আইনের মাধ্যমে মাদক সৃষ্ট সমস্যা সমাধান সম্ভব নয়। সেই সঙ্গে এ সমস্যা রোধে এর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা, মাদকের সহজলভ্যতা কমানো, দোষীদের শাস্তি প্রদানে প্রচলিত আইনগুলোর বাস্তবায়ন, মাদকের কুফল সম্পর্কে প্রাথমিক, মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা সহ মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি মাদক সম্পর্কে নিজে সচেতন হওয়া এবং অপরকে সচেতন করা, মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদককে ইতিবাচক ও উন্নত মূল্যেরোধের সঙ্গে ‘না’ বলতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সেলিম আহমেদ,সরকারি মদন মোহন কলেজের রসায়ন বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল হামিদ প্রমূখ।