সিকৃবি প্রশাসনের সাথে পিএসসি’র বিজ্ঞ চেয়ারম্যানসহ সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

আবু সাঈদ রবি, সিকৃবি থেকে: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা ১ নভেম্বর শনিবার সন্ধ্যায় প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম ।

মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের উপস্থিত বিজ্ঞ সদস্যবৃন্দ হলেন (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) মোঃ সুজায়েত উল্যা, অধ্যাপক ড. মোঃ শরীফ হোসেন, এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিক, অধ্যাপক ড. এম আমজাদ হোসেন, ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোঃ মুনির হোসেন, অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, ডা. মোঃ আমিনুল ইসলাম, ড. নূরুল কাদির, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ড. শাহনাজ সরকার, অধ্যাপক ডা. এ.টি.এম. ফরিদ উদ্দীন, শাব্বির আহমদ চৌধুরী, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া এবং অধ্যাপক ড. এম সোহেল রহমান এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, পরিচালক আইকিউএসি প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ) প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমান, প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

সভায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও গবেষণামূলক কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।