এগ্রিলাইফ২৪ ডটকম: সোমবার ২৫ আগস্ট বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি (সেচ)’র নির্বাহী প্রকৌশলীর সভা কক্ষে খুলনা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটি (DATEC ‘র সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিপণন অধিদপ্তর, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিস, এনজিও সলিডারিডাড এর খুলনা জেলা ও সকল উপজেলার কৃষিবিদ কর্মকর্তাগন এবং বিএডিসি’র বীজ ও সার ডিলার প্রতিনিধিগন সভায় অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলতি খরিফ মৌসুমে বাস্তবায়িত কার্যক্রম সভায় উপস্থাপন করেন। এছাড়া সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিগন আসন্ন রবি মৌসুমের পরিকল্পনা সভাকে অবহিত করেন।
সভায় নিজ নিজ বিভাগের পক্ষে কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, কৃষিবিদ জামাল ফারুক, কৃষিবিদ দীপংকর বিশ্বাস, কৃষিবিদ মহাদেব সানা, কৃষিবিদ তৌহিদীন ভুঁইয়া, কৃষিবিদ সুবির বিশ্বাস, কৃষিবিদ সঞ্জয় কুমার দাশ, কৃষিবিদ ড. মোঃ কামরুজ্জামান, কৃষিবিদ ড. জিতু, কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান, কৃষিবিদ শারমীনা শামীম প্রমুখ আলোচনা অংশগ্রহণ করেন।