বাকৃবি প্রতিনিধি:খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সিন্ডিকেট কমিটির সদস্য হিসাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিনজন অধ্যাপক মনোনীত হয়েছেন। তারা হলেন খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী ও জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো আমির হোসেন, ইন্সটিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫ এর ১৯(১)(ট), ১৯(১)(ড) এবং ১৯(২) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে একজন খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী বা কৃষি শিক্ষাবিদ এবং দুইজন অধ্যাপককে দুই বছরের জন্য মনোনীত করা হলো।”
অধ্যাপক ড মো আমির হোসেন জানান, আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিক ভাবে পালন করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য সার্বিক পরামর্শ দিয়ে যাব। খুকৃবির উপাচার্য যখন থেকে আমাদের কার্যক্রম শুরু করতে বলবেন তখন থেকেই শুরু হবে।