৪৪তম বিসিএসের ফলাফল পুনঃমূল্যায়নের দাবিতে বাকৃবিতে প্রতিবাদ কর্মসূচি

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতি‌নি‌ধি: সম্প্রতি প্রকাশিত ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃমূল্যায়নের দাবিতে বাকৃবিতে প্রতিবাদ কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

রোববার (৬ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ওই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এসময় শিক্ষার্থীরা ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃমূল্যায়ন ও অধিযাচনকৃত ৮৭০ টি পদ যুক্ত করে পুনরায় ফল প্রকাশের দাবি জানান।

এসময় শিক্ষার্থীরা যেসব দাবি জানান সেগুলো হলো- ৪৪তম বিসিএস-এর ফাঁকা থাকা পদসমূহ মেধাক্রম অনুযায়ী পুনঃবণ্টন করা, রিপিট ক্যাডার প্রার্থীদের বাদ দিয়ে অপেক্ষমানদের নতুন করে সুপারিশ করা, যারা ৪১ এবং ৪৩ তম বিসিএস-এ কর্মরত রয়েছেন, কিন্তু ৪৩তম বিসিএস-এ পছন্দক্রমের লোয়ার পদে সুপারিশ প্রাপ্ত হয়ে এবার যোগদান করবেন না, এমন সুপারিশ বাতিল করে নতুনদের জন্য সুপারিশ করা এবং দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত এই বিসিএস-এ পদসংখ্যা বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করা।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে এমন বিপুলসংখ্যক প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যাঁরা ইতিমধ্যেই ৪১তম ও ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে একই ক্যাডারে নিয়োজিত রয়েছেন। স্বভাবতই, তারা ৪৪তম বিসিএসে যোগদান করবেন না। এমন ‘রিপিট ক্যাডার’ প্রার্থীর সংখ্যা প্রায় ৮০০ জন, যাদের সুপারিশপ্রাপ্ত পদসমূহ ফাঁকা থেকে যাবে। অনেক প্রার্থী পছন্দক্রমের নিচের ক্যাডারে সুপারিশ পেয়েছেন – তারাও অনেকেই যোগদান করবেন না। ফলে শত শত মেধাবী অপেক্ষমাণ প্রার্থী একটি স্বপ্নপূরণের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন, অথচ প্রশাসনে পদ শূন্যই রয়ে যাচ্ছে।