এগ্রিলাইফ২৪ ডটকম: আজ ২৮ আগস্ট ২০২৫ ,বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ঢাকা অঞ্চলে বাস্তবায়নাধীন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিষয়ক সভা রাজধানীর কৃষি খামার সড়কের তুলা ভবনের নীচতলার প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন।
সভায় ঢাকা অঞ্চলে বাস্তবায়নাধীন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ তাদের প্রকল্পের কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপনা করেন। একই সাথে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন। জলবায়ু পরিবর্তন রোধে পরিবেশবান্ধব নগর কৃষির ভূমিকা শীর্ষক উপস্থাপনা করেন ঢাকা জেলার জেলা প্রশিক্ষণ অফিসার মুহাম্মদ শফিকুর রহমান।
সভাপতি তার বক্তব্যে বলেন “ যুগের সাথে তাল মিলিয়ে কৃষির আধুনিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরী। ঢাকাসহ সারাদেশের ল্যান্ডস্কেপিং প্রফেশনাল তৈরী করতে হবে। এছাড়া পরিবেশবান্ধব নগরকৃষি গড়তে সিটি কর্পোরেশনের সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে শহরে সবুজায়ন করতে হবে। যেসব দপ্তরের পতিত জমি বেশি আছে যেমন রেল বিভাগ, সড়ক বিভাগ হাসপাতাল ইত্যাদি জায়গার সাথে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে সমন্বয় করে সেগুলোকে চাষের আওতায় আনতে হবে”।
তিনি আরও বলেন “ ছাদ কৃষির সম্প্রসারণের জন্য প্রকল্প নেয়া যেতে পারে। এছাড়া ছাদ কৃষির জন্য কৃষক প্রশিক্ষণ , প্রশিক্ষণ নীতিমালা অধুনিকায়নের ব্যবস্থা করতে হবে”।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.মোঃ জাকির হোসেন, ঢাকা অঞ্চলের আটটি জেলার উপপরিচালকগণ, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালকগণ,ঢাকা অঞ্চলের বাস্তবায়নাধীন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ ,হর্টিকালচার সেন্টারের উপপরিচালকগণ, বীজ প্রত্যয়ন এজেন্সীর কর্মকর্তাগণ, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাগন প্রমুখ।
এসময় জুম প্লাটফর্মের মাধ্যমে ঢাকা অঞ্চলের আওতাধীন উপজেলা কৃষি কর্মকর্তাগণ ও উদ্যানতত্ববিদগণ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।