গাজীপুরে ক্লিন সোসাইটির উদ্যোগে এতিমখানায় ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: নিজস্ব প্রতিবেদক: আজ ৪ জুলাই (শুক্রবার) সকাল ১১:৩০ মিনিটে ক্লিন সোসাইটি অব গাজীপুরের উদ্যোগে গাজীপুর মহানগরের দুটি এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

এই কর্মসূচির আওতায় জয়দেবপুর দারুস সালাম (গোরস্থান) এতিমখানা, পূর্ব চান্দনা, গাজীপুর মহানগর, গাজীপুর এবং ফাইজদ্দিন-কছিমদ্দিন এতিমখানায় বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ করা হয়।

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং এতিম শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব বোঝাতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা দফতর), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ নুরল ইসলাম কাজল, প্রশাসনিক পরিচালক, ক্লিন সোসাইটি অব গাজীপুর,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার আমীর হোসেন । এছাড়াও সংগঠনের পরিচালকবৃন্দ এবং সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় এই ধরণের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।