বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কার্যনির্বাহী সংসদ গঠিত

বাকৃবি প্রতিনিধি:গণতান্ত্রিক শিক্ষক ফোরাম - ১৪২৮ বঙ্গাব্দের নতুন কার্যনির্বাহী সংসদ গঠিত হয়েছে ,নতুন কমিটিতে প্যাথলজি বিভাগের প্রফেসর ড. এ. এস. মাহফুজুল বারি সভাপতি এবং কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি গঠন বিষয় নির্বাচনী কমিটির আহবায়ক প্রফেসর ড. এম এ সালাম (একোয়াকালচার বিভাগ ) ও সদস্য-সচিব বিষয় নির্বাচনী কমিটি ১৪২৮ প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক (একোয়াকালচার বিভাগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিমূলে কমিটির অন্যন্যরা হলেন, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ হারুন-অর রশিদ (ডেয়রী বিজ্ঞান বিভাগ), কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইসমত আরা বেগম (কৃষি অর্থনীতি বিভাগ), যুগ্ম সম্পাদক ড. মোহাম্মদ মহিউদ্দিন (পশুপুষ্টি বিভাগ), সাংগঠনিক সম্পাদক ড. পলি কর্মকার (ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ), প্রচার সম্পাদক ড. বিপ্লব কুমার সাহা (কৃষি রসায়ন বিভাগ), সাংস্কৃতিক সম্পাদক জনাব ইসরাত জাহান টুম্পা, (ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগ), ক্রীড়া সম্পাদক জনাব সুব্রত কুমার কুরী (কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক জনাব মোঃ সাইদ ইফতেখার ইউসুফ (কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগ), মহিলা সম্পাদক জনাব তানিয়া আফরিন (আইআইএফএস)।

এছাড়া ৮জন সদস্যসহ মোট ১৯সদস্যের কার্যনির্বাহী সংসদ গঠিত হয়েছে বলে জানা গেছে।